ওরে কুলাঙ্গার

💬 : 0 comment

 


ওরে কুলাঙ্গার 

অমিত আল হাসান


দিনমজুরের হালাল টাকায়

করছো পকেট ভারি

চেয়ারের চাকায় ঘুরে ঘুরে

করছো হারামগিরী।।


শিক্ষা দীক্ষায় বেটা গিরি 

তুমিই বড় মানুষ

সঠিক মানুষ বুঝে তুমি

আস্ত অমানুষ।।


গরিবের টাকায় ভাগ বসাতে

কাপে না যাঁর দিল

কি করে তাকে মানুষ বলি

সে আস্ত একটা ফাজিল।।


লক্ষ টাকা বেতন পেয়ে

পেট ভরে না যাঁর

সবচেয়ে বড় ডাকাত তুমি

ওরে কুলাঙ্গার।।


তাঃ২৯/০৫/২০২১ ইং।।